মানুষ আজ বেপরোয়া ,নাই কোন বাধ্য বাধকতা ,
নাই কোন নৈতিকতা ,না আছে মানবতা ।
উলঙ্গ ইতিহাস আছ সমাজের বুকে বিচরণ করছে  ,
স্বার্থপর ,অর্থলোভী , হয়েছে আজ   সমাজের মানুষ ।
সমাজ হয়েছে নিষ্ক্রিয়  কেউ কাউকে বরদাস্ত করেনা ,
যেখানে যা খুশী তাই ঘটিয়ে চলেছে অহরহ  ।
সমাজ প্রতিকার ?--নেই ! আছে শুধু হাসির খোরাক ,
নৈতিকহীন মানুষের আজ বর্বোরচিত আচরণ ।
না মানে সমাজ ,না মানে সংসার ,না মানে আইন ,না মানে বয়োজৈষ্ঠ ,
না আছে লজ্জা ,লজ্জা হারিয়ে হয়েছে আদিম মানুষ ।
নির্লজ্জ পোষাকে দেহ অনাচ্ছাদিত ,অর্দ্ধনগ্ন ,উগ্রতা মানুষকে আকৃষ্ট করছে ,
চলছে ব্যাভিচার ,দেহ ব্যাবসা , এই কি সমাজ ...............???
সমাজের এই কি অবক্ষয় ?  নৈতিক আচরণ আজ পদদলিত ,
সমাজের মঙ্গলে অনগ্রসর মানুষ ,মানবতা আজ নির্লিপ্ত ,পঙ্গু ।
সমাজের উন্নয়নের প্রহসনে নিজের পদলোভ ,ক্ষমতার দখলে -
বিবেক ,মনুষত্ব ,নৈতিকতাবোধ বা নৈতিক আচরণ টুকুও জলাঞ্জলী দিয়েছে ।
নৈতিকহীন সমাজে বিভৎস অবক্ষয় বিচরণ করছে স্বার্থপরতার ছোবলে ।
তার সমাধান  কোথায় ,কার কাছে ..........??
নিম্নগামী  নৈতিকতা আজ  অবক্ষয় তথা ধ্বংসের পদলেহন করছে ।
সমাজের ধ্বংসলীলায় আজ উন্মুক্ত লাভার  মত স্বেচ্ছাচারিতা ছড়িয়ে পড়ছে ,
সামাজিক স্বেচ্ছাচারিতা ও নৈতিকতা জাতির অবনতির মূলাধার ।
হোকনা উন্নয়ন ,হোকনা নিত্য নূতন তথ্যপ্রযুক্তি ,কিন্তু শান্তি কোথায় ?
সুখের আধারকে গ্রাস করেছে মিথ্যাচার ,ধর্মান্ধতা ,তোলাবাজী ,
নারী ধর্ষণকারী ,ভ্রুণ হত্যা ,শিশুপাচার ,ছিনতাই ।
দেশকে রসাতলে টেনে নিয়ে যাচ্ছে  অনৈতিকতা ,অনাচার ,
বিশ্বের দরবারে আজ অনৈতিকতা মাথা উঁচু  করে দাঁড়িয়ে ক্রুর হাসি হাসছে  -
বলছে আমাদেরই হোল জয় ,ধর্মের পরাজয় ,অবক্ষয়কে আর কে রোধ করবে ?


           🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
বেলা -১১:১২ মিনিট ।
২৫ /০৭ ২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।