প্রকৃতি নির্মম আঘাতে আজ ক্ষত বিক্ষত ,
ধর্ম অবিরাম স্খলিত হচ্ছে।
পাপ পঙ্কিল ধর্মান্ধতা মানুষের রন্ধ্রে রন্ধ্রে
বিষ ঢেলে দিয়েছে ।
মানুষের মানবিকতা গেছে উবে ,
স্বার্থপরতা এসেছে নেমে ।
মনুষ্যত্বকে জ্বলাঞ্জলী দিয়েছে ,
চলছে অবিরত ছল ,বল ,কৌশল । ঠকবাজদের
প্রতিহিংসা ফেনিল হয়ে প্রতিনিয়ত উত্থিত হচ্ছে ।
জ্বলছে প্রতিশোধের লেলিহান শিখা ,
ধূম্রায়িত হচ্ছে দগদগে লালসা , ছিনতাই ,
রাহাজানির অনল ।
ন্যায় ,সত্য ,ধর্ম ,বিচার ব্যাবস্থা শৃঙ্খলিত হয়েছে ,
ন্যায়দন্ড আজ পরাধীন ,স্বচ্ছ স্বাধীনতাকে বিসর্জন দিয়েছে ।
ঠকবাজ ,ছিনতাইকারী ,ধর্ষণকারীদের প্রকটতা দানা  বাঁধছে ,
চলছে অহিতকর কর্ম ঔষধপত্র ,এমনকি চিকিৎসার ক্ষেত্রেও।
প্রকৃতি পাপাচরনে জর্জরিত ,মুক্ত হওয়ার অবকাশ নেই ।
অবাঞ্ছিত কর্মে পৃথিবীর শ্বাস রুদ্ধ হয়ে আসছে ,
কিন্তু কোথায় কিভাবে পরিত্রাণ পাবে কার কাছে ।
বিশ্ব পিতার কাছে ,বিধাতাপুরুষের কাছে  ? ........
প্রকৃতি আজ কিংকর্তব্যবিমূঢ়  ।


         ********************
সন্ধ্যা -৭ : ৪৮ মিনিট।
২৮ /০৫ /২১ শুক্রবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।