স্মৃতিপটে  উঁকি দেয় অতীত সেই শৈশব ,
কৈশরের কিশলয় সবুজ পর্ন হয় নবীন গৌরব ।
দুরন্ত যৌবন এসে হেসে হেসে পাশে বসে ,
কানে মনে কয় কথা এবে কর্তব্য দায়িত্ব আসে ।


মায়াময় যৌবন দেহেতে নবীন রঙ সৌন্দর্যের আবরন ,
সংসারে কর্তব্য যত প্রিয়া পুত্র কন্যা প্রতি আছে প্রতিক্ষণ !
মাতা পিতা ভ্রাতা ভগিনী প্রতি কর্তব্য কিছু নয় কম ,
আরো কিছু কিছু কর্তব্য আছে প্রতিবেশি ও পরিজন !


শৈশবে হেসে খেলে নাই কোনো ভাবনা মায়ের কোলে ,
ছিলোনা কোনো চিন্তা ভাবনা কর্তব্য কাকে  বলে !
কৈশরেতে লেখা পড়া খাওয়া দাওয়া আর শুধু খেলা ধুলা ,
চিন্তা ভাবনা ছিলোনা কিছু হিল শুধু আনন্দ মেলা !


সংসার ধর্ম বড় ধর্ম বিশাল কর্তব্যময়  জীবন ,
যৌবনের পদার্পনে দায়িত্ব কর্তব্যময় জীবন পালন !
দায়িত্ব কর্তব্য প্রতিনিয়ত মাথার উপর  হয়  ,
পরিবার পরিজন কি করে সদাই  সুখে স্বাচ্ছন্দে রয় !


কর্তব্য দায়িত্বহীন মানুষ সে তো পশুর সমান ,
নাই লোকলাজ ভয় অপমান প্রতিনিয়ত হয় !
কখনো  বুঝিনি  যে কর্তব্য দায়িত্বপূর্ণ জীবন কত মনোরম ,
অতীত স্মৃতি আজি মনে জাগে সেই সহজ সরল জীবন !


         ******************
সন্ধ্যা - ৬ : ১৮  মিনিট !
২৯ / ০৪ / ২৩ শনিবার !
কোলকাতা !