সম্মুখে দাঁড়ায়ে কেগো তুমি দেবী ,
স্বর্গের অপ্সরা নাকি সুহাসিনী মানবী  ।
চিনি চিনি মনে করি চিনিতে না পারি ,
পরিচিতা মনে হয়  চিনিতে তোমারে নারি  ।
চলেছো একাকি পথে কে তুমি সুন্দরী  ,
হৃদয় পরশে আঁখি ফিরাতে না  পারি ।

এমনোমন্দির মাঝে তোমারে রাখিনু ধরি  ,
নাম হীন গোত্রহীন কে তুমি একাকিনি নারী  ।
বহুরত্ন পোশাকে ঢেকেছো অঙ্গ অপরূপ বাহারী  ,
আভরনে সজ্জিত অঙ্গ স্বর্ণ ফুলে বেঁধেছো কবরী  ।
হস্তে বালা বাজুবন্ধ গলে স্বর্ণ হার দোলে জানুপরি ।
জননী জায়া ভগিনী কন্যা দাও পরিচয় তোমারই  ।

তুমি মায়া মহামায়া একি হেরি অপরূপা তব কায়া  ,
ভরেছো সুবাস গন্ধে চারিদিক একি মোহিনী মায়া  ।
চারিদিক বহুরূপ ছড়িয়ে পড়ে সৌন্দর্য অপরূপ ছায়া ,
নয়ন ফেরাতে নারি কে তুমি একি তব মোহিত মায়া ।
তুমিই কি বিশ্বমাতা নাকি সৃষ্টিকারিনী জননী অভয়া  ,
নাকি তুমি রক্ষাকর্তৃ  বিশ্বজননী বিঘ্ননাশিনী যোগমায়া  ।

                    *************
বেলা  - ১০ : ১৬ মিনিট  ।
২৮ / ০৮ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।