সিক্ত বসন অসিত নয়ান এলাইয়া কেশরাশি ,
আলতো পায়ে চলে পথ বেয়ে মুখে তার রাঙা হাসি ।
পরনে লাল শাড়ী হাতে লাল চুড়ি একাকিনী কার বালা ,
পায়ে শিঞ্জিনী বাজে রিনিঝিনি পথ চলে মেয়ে একেলা ।
লাজুক বালিকা খুঁজিছে কাহারে হইয়ে সে দিশেহারা ,
তার কি প্রাণের কেউ কি দোসর হেথা হয়ে গেছে হারা !
সমীরণে তার উড়াইয়া কেশ আকাশ পানে চাহে অনিমেষ ,
কপোলে কুমকুম প্রভাকর বেশ বিরাজিছে যেন চন্দ্রকলা বিশেষ ।
সুচিকন দশন তার আননে শোভিছে যেন মুকুতার মালা ,
আলুলায়িত কেশে গজগামিনী চলে একাকিনী সেই বালা ।
অকস্মাৎ নিকষ মেঘে ঢাকিল সারা আকাশ গগন ,
বজ্রমেঘ সঞ্চারিল বজ্র নিনাদে ঘন কাঁপিল ভূবন ।
পথহারাইয়া বালা একাএকা মনে মনে ভাবিয়া আকুল ,
পৌঁছিবে কিকরে বালা পথহারা হয়ে ভাবে বুঝি হারায় দুকুল ।
সহসা সেই পথ বেয়ে আসে এক অপরিচিত অচেনা পথিক ,
কহিল মোর সঙ্গে এসো গন্তব্যে পৌঁছে যাইবে সঠিক ।
ভয়ে দূরু দূরু বুক কম্পিত চরনে অচেনা পথিক সনে
                                         একাকী সেই মেয়ে ,
আগে আগে বালিকা হাঁটে সঙ্গে পথিকবর চলে তার আলয়ে ।
সহসা পেছন পানে তাকিয়ে  দেখে মেয়ে তারে দেখিতে না পায় ,
কোথা সে পথিকবর সাথে সাথে ছিল সে লুকালো কোথায় ?


             =========<<>>=========
দুপুর - ২ :৪৫ মিনিট ।
১২ /০৫ / ২২বৃহস্পতিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।