খাটবো মোরা ,লড়বো মোরা, গড়বো মোরা দেশ ,
থাকবো মোরা ,যুঝবো মোরা ,থাকবো মোরা বেশ ¡
রামায়ণে ,রামরাজত্বে ,প্রজাগন করত বাস শান্তিতে ,
তেমনি মোরা বাঁচতে যে চাই নিরাপদে ,সুখেতে ¡
রামচন্দ্র করেছিলেন ধর্ম রাজ্য স্থাপন ,
প্রজার হিতে জীবন যে তাঁর ,ছিলেন প্রজানুরঞ্জন ¡
প্রজার মতে ,দেশের হিতে ,ছিলেন তিনি ধর্মাত্মা ,
রাময়নে ছিলেন তিনি ত্যাগী আর মহাত্মা ¡
প্রজানুরঞ্জন তরে ,সীতাকে তিনি দেন নির্বাসন ,
প্রজামনোরঞ্জন তরে ,সীতা দেন অগ্নি পরীক্ষা তখন ¡
পিতৃসত্য পালন হেতু ,রাম গিয়াছিলেন বনে ,
চোদ্দো বছর বনবাস ,তিনি কাটান সঙ্গোপনে ¡
সইবো মোরা আসুক কষ্ট ,দেশের লাগি যত ,
থাকবো মোরা বিভেদ ভুলে ,দুঃখ আসুক অবিরত ¡
দেশের মাটি মোদের মুক্তো ,মাণিক ,রত্ন ,
এসো সবে দেশের মাটির করি মোরা যত্ন ¡
দেশ যে মোদের পরমাত্মা ,দেশ পরমারাধ্যা ,
দেশে মোরা জীবন গড়ি ,দেশমাতৃকার করি পূজা ¡
এদেশ আমার ,এদেশ তোমার ,এদেশ মোদের সবার ,
দেশে মোরা বাঁচি ,মরি ,দেশে সবার অধিকার ¡


                    *********
সকাল-৯:৪৫ মিনিট ,
২০ /০৩ /২০১৮ মঙ্গলবার ,
           ডেবরা