আবার কি ফিরে এলো সেই আদিম যুগ ,
বেশরম হয়ে মানুষে মনুষ্যত্বহীন করে ভোগ !
চরিত্রের নাই বালাই লাজলজ্জা ত্যাগ করে শুধু খুঁজে স্বার্থ সুখ,
জ্ঞানহীন ধর্মহীন জীবননাশ বর্বরোচিত উন্মাদ উপভোগ !
মানুষ ছিল বনমানুষের দেশে পুনঃ ফিরে এলো শেষে ,
ভয় লজ্জা নেই লোকের দেখায় তাতে কিবা যায় আসে !
লোকের কথায় কি আসে যায় মিটায় আশা নারকীয় চষে ,
মানুষ নামের তকমা নিয়ে মিটে
ক্ষিদা পাশবিক লালসে !
যখন করে নারী ধর্ষণ ভাবেনা বাড়িতে আছে মা বোন ,
পড়ে না মনে মা বোনের মুখ যখন নারী ধর্ষণ !
আদিম মানুষ ছিল লজ্জাহীন জ্ঞানহীন নিরাভরণ ,
সভ্যতার যুগে পথ হাট বাজার চিকিৎসালয়ে দেখি সেইমতন !
অন্যায় করে বারে বারে মাথা উঁচু করে সদাই ঘুরে ,
লোক চক্ষে দিয়ে আড়াল ভাসে তারা সুখ শায়রে !
সত্যের উদ্ঘাটন হবে একদিন শুধু সময়কে অপেক্ষা তরে ,
মানুষ হয়েছে খরগোশ মুখ লুকিয়ে কূকর্ম করে !
স্থান কাল সম্পর্কের স্কুল কলেজ চিকিৎসালয়ের নাই বিচার ,
কেবল দেহের পিপাসা মিটাবার তরে শারীরিক বল প্রয়োগ করে!
এই কি আধুনিক সভ্যতার যুগ নাকি আদিম মানুষ অভ্যন্তরে ,
বেশরম বিবস্ত্র অনাচ্ছাদিত হয়ে আসুরিক মানসিকতা প্রকাশ করে !
**********
সকাল - ১০ : ১৫ মিনিট !
১৩ / ০৮ /২৪ মঙ্গলবার !
কোলকাতা !