শরতের এই শিউলী ঝরা পথে ,
আয় মা উমা পায়ে পায়ে ,হিমেল প্রভাতে !
শিশির ভেজা ঘাসের পরে ,
রবির কিরণ পড়ে ঝরে !
কাশ ফুলেরা দুলিয়ে মাথা ,
বলে - মোদের উমা এলো ঘরে !
সঙ্গে লয়ে আয় মা উমা ,কার্ত্তিক ,গনপতি ,
অন্নপূর্না লক্ষ্মী আর বিদ্যাদাতৃ সরস্বতী !
মহিষাসুর মর্দিনী মাগো দূর্গতি নাশিনী ,
মেনকা নন্দিনী মাগো দক্ষ যজ্ঞ বিনাশিনী !
সিংহারূঢ়া মহেশ্বরী মাগো ,দশপ্রহরন ধারিনী ,
দূর্গে ত্রিনয়নী মাগো ,বরাভয় দায়িনী !
হরের সাথে আসবি মা তুই ওমা হররানী ,
জটা মধ্যে গঙ্গা ধরে , ভৈরব মস্তকোপরি  !
বাপের বাড়ী আসবি মারগো চার দিনের তরে ,
পঞ্চম দিনে বিদায় বাদ্যি ,যাবি হরের ঘরে !
বিদায়ের সুরে ,কাতর এ হিয়া যায় যে বিদরে ,
বছর পরে আসবি মাগো ,আবার বাপের ঘরে  !


              ****<<>>****
বিকেল - ৪:০০ টা ,কলকাতা
০৮ /০৯/ ২০১৭ ,শুক্রবার !