পিতৃসত্য পালনেতে সীতা সহ রাম লক্ষণ গিয়েছিল বনে ,
দশানন সীতা হরে রেখেছিল চেড়িগন পাহারায় অশোক কাননে ।
সীতা উদ্ধারকালে রামচন্দ্র রাবনের যুদ্ধ যে বাধিল ,
অসময়ে তাই রামচন্দ্র দশভূজার  পূজায় বসিল ।
বলিলেন ত্রিনয়নী আর্যকুলবংশোদ্ভূত রামচন্দ্রেরে ।
রামচন্দ্র একশত আট নীলপদ্ম দিয়ে তুমি পূজিবে আমারে ।
কোথা পাবেন নীলপদ্ম চিন্তামণি চিন্তায় মগন ,
নীল সরোবরে পদ্ম সমাচার দিলেন মিতা বিভীষণ ।
তৎক্ষনাৎ বীর হনুমান চলিল নীলপদ্ম আনয়নে ,
একশত আটটি নীলপদ্মই ফুটেছিল সে স্থানে ।
শরতের আশ্বিন মাসে শারদীয়ার হইল বোধন ,
কাত্যায়নীর পূজার শ্রেষ্ঠ ভক্ত পৌরহিত্য করিল রাবন ।
সন্ধিপূজা কালে একশত আট পদ্মে  পুষ্পাঞ্জলী হয় ,
রামচন্দ্রে  পরীক্ষার তরে অম্বিকে একটি পদ্মে হরয় ।
সেই ক্ষনে রঘুমণি  অন্তরে চিন্তিলেন তখন ,
তাঁর নিজের  দুটি আছে  নীলবর্ন নয়ন  ।
একশত সাত পদ্ম আর তার এক নীলবর্ন নয়ন ,
চক্ষু উপাড়িয়া করিবেন ত্রিশূলধারিনীর চরনে অর্পন ।
রামচন্দ্রে বিড়িবারে বিশালাক্ষী পদ্ম হরেছিল ,
লোচন উপাড়িবার কালে মহেশ্বরী পদ্ম ফেরতিল ।
তদ্বধি অকালে মায়ের পূজা অকাল বোধন নাম ।
শরতের আশ্বিনেতে রাম করেন শারদীয়ার আহ্বান ,


     *********************
বিকাল ৩ :৩০ মিনিট ।
১৫/০৮/২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।