চৈত্রের আকাশে দেখি ঘন কালো মেঘ ,
রোষে আঁখি কচালিয়া ত্বরিতে করে নিশা চারিদিক ।
এক্ষুনি কান্নায় ভাসে আবার এক্ষুনি হাসে ,
কখনো বসন্তের হাওয়া কখনো প্রলয় ঝঞ্ঝা সে ।
কখনো রবির কিরণ সোনা রঙ  ছড়ায় ,
কখনো হিমেল হাওয়া কালো মেঘে ছায় ।
কখনো প্রবল ঝড়ে উথাল পাথাল ,
কখনো কোকিলা গানে বিকেল মাতাল ।
কোকিলার কুহু তান মাতায় ধরণী ,
কালো মেঘে ঘোমটা টানি আসে বর্ষারানী ।
বসন্তে কালবৈশাখী বিমর্ষ ধরণী অসহায় ,
শ্রাবনের বারি ঝরে অশনি চমকায় ।
কড়কড় পড়ে বাজ ,হুড়মুড় ভাঙে গাছ ,
তমসা ঘনিয়ে আসে না দেখায় পথমাঝ ।
বসন্তের কোকিলার ডাক স্মৃতি হয়ে যায় ,
চৈত্রের দমকা হাওয়া বিজুলী চমকায় ।
বদ্ধ গৃহে বন্দি থাকি গুমরিছে মন ,
অকালে কালবৈশেখী থাকবে কতক্ষণ ।


           **********
বিকাল -৫:২০ মিনিট ,
১৭/০৩/২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।