আলোর দিশারী তুমি আলোর পথ দেখাও ,
অন্ধকার হ'তে তুমি আলোয় নিয়ে যাও  ।
আলোর পথের দিশা দাওগো বলে ,
জ্ঞানের আলো তুমি দাওগো  জ্বেলে ।
মুক্তির পথ কোথা আছে বলনা  ,
অন্ধ মনে তুমি দেখাও নিশানা  ।
ভবের বিপাকে আজ সবে দিশাহারা ,
দেখিয়ে দাও প্রভু আলোর কিনারা ।
উভয় সঙ্কটে পড়ে মানব জাতিকুল ,
সঙ্কটে উদ্ধার প্রভু ভেঙে দাও ভুল  ।
মনের কুটিরে পোষে মানব শয়তানী ,
শয়তানী কর দূর ঘুচাও মনের গ্লানি  ।
ভবগ্লানি দূর কর দেখাও আলোর দিশা ,
সবাকারে ভালো রেখো ঘুচাও অমানিশা ।
চিন্তাহরণ চিন্তামণি চিন্তাকর দূর ,
অগতির গতি তুমি নাশ ক্লেশ বিমূঢ় ।
জগৎ পতি তুমি জগতের দিশারী ,
দয়াময় দয়াকর ওহে দয়াল হরি ।


     ************
দুপুর - ১২ : ১৫ মিনিট।
০৭ /১২ /২০২০ সোমবার।
কেরানিটোলা = মেদিনীপুর।