অঘ্রাণে পাকা ধান সোনা রঙ মাঠ ,
রোদ্দূর পড়ে তাতে পাতা কার্পেট ।
সোনালী ধানের শিষে মাঠ গেছে ভরে ,
মাঠ থেকে ধান কেটে তোলে সবে ঘরে ।
অঘ্রাণে পূজিবে সবে দেবী অন্নপূর্ণা ,
নূতন ধান্যে হবে নবান্ন দেবীর আরাধনা ।
সোনালী ধানের শিষে মাঠ ভর ভর ,
হাওয়া লেগে সোনা ক্ষেত কাঁপে থর থর ।
কেটে ধান মাঠ থেকে মাথা করে বয় ,
ধান দেখে খামারে চাষীবৌ আহ্লাদে রয়  ।
সবুজ ঘাসে ঘাসে ঢাকা জমির আল পথ ,
সেই পথে চাষী ভাই করে যাতায়াত ।
আমন ধানের সুঘ্রানে ভরে ঘর মাঠ ঘাট ,
চাষী আর চাষী বৌয়ের শেষ নেই পাট ।


      ******************
সকাল -১০:৩৮ মিনিট।
১৯ /১১/২০২০ বৃহস্পতিবার।
কেরানিটোলা=মেদিনীপুর।