দায়িত্ব কর্তব্যহীন মানুষ যারা পশুর সমান ,
বিবেকহীন  যারা তাদের নাই ভয় লাজ মান সম্মান ।
দেখতে মানুষ বাঝ্যিক তাদের কিন্তু মানুষ নয় ,
স্বার্থেতে মগ্ন তারা নিজ সুখ লাগি তারা সদা মগ্ন রয় ।


স্বার্থপর আত্মসুখী ধরাধামে নরাধম যত ,
নিজ সুখ স্বার্থ নিয়ে সদাই থাকে অবিরত ।
সমাজ সংসার মাতা  পিতার চিন্তা  না করে কখনো ,
নিজের উদর পূর্তি আনন্দ নিয়ে ব্যাস্ত সারাক্ষণ ।


অপরের মাথায় নারকোল ভেঙে খেতে বাহাদুর ,
যত পার ভালো ভালো খেতে দাও আনন্দিত প্রচুর ।
রবাহূত অনাহূত খাওয়ার লালসায় ছুটে হেথা হোথা ,
ভালো মন্দ খাবার খাবে এই লোভে মত্ত থাকে সদা ।


বিবেক মনুষ্যত্বহীন যারা তারা পশুর সমান ,
তাদের নাই ভয় লোকলাজ জ্ঞান আত্মসম্মান ।
পরের অর্থে পরের খেতে তারৃ বেশী ভালোবাশে,
স্বার্থপর আত্মসুখী যারা পরের  নিতে ভালোবাসে ।


যতই কর গালি গালাজ তাতে না আছে ভয় না আছে লাজ ,
শ্বাপদের মতই এর ওর দরজায় ঘুরে বেড়ানো তার কাজ ।
            *************
রাত্রি  - ১০ : ২৫ মিনিট !
০৩ / ০৫ / ২৩ বুধবার !
কোলকাতা !