আমার আমি রে  আমি খুঁজি চারিধার ,
আমিকে হারায়ে আমি দেখি যে আঁধার ।
আমি এসেছিনু শুভদিনে জননী কোলেতে ,
মা আমারে কোলে তুলে নিলেন আদরেতে ।
যখন আমার আমি জন্ম নিলাম এই ধরাধামে ,
কত জনে ডাকে আমায় ভিন্ন ভিন্ন কত নামে  ।
আমার ভেতরে আমি বাড়ে দিনে  দিনে ,
ভালো মন্দ কত লোক এলো আলাপনে ।
আমার আমি হারিয়ে গেলাম সবার মাঝে ,
খুঁজে খুজে সারা হলেও আর পাবনা যে ।
বিশ্ব ভূবন ঘুরে খুঁজি আমার আমি  কে ,
আমার আমি লুকালো বুঝি অনন্ত মাঝে ।
মহাশূন্যে আমার আমি বেড়াই ভেসে ভেসে ,
আমার আমি লীন হয়ে যাই আবার পঞ্চভূতে ।
ক্ষিতি অব্ তেজ মরুৎ ব্যোম এ দেহ হলো লীন ,
আমি দেহ খাঁচা ছেড়ে গেলে ফিরে পাবনা কোনদিন ।


      ××××××××××××××××××××××××
রাত্রি - ৯ : ২৮ মিনিট ।
০৩ /০৬ /২২ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।