আমি মাতা ,আমি কন্যা ,আমি স্ত্রী ,আমি এক নারী ,
                  সময় এলে আমি দূর্গা হতেও পারি  ।


মাতা হয়ে করাই সন্তানে  স্তন্যসূধা  পান ,
স্নেহ  ,আদর ,ভালোবাসায় কন্যার পাই স্থান ।


প্রেয়সী হয়ে হই  প্রেমের অধিকারী ,
ভগিনী হয়ে সদা ভাইয়ের মঙ্গল কামনা করি ।


অত্যাচার ,অনাচারে ,হই  দশভূজা  ,
"পরিত্রাহি মাম্ "বলে করে সবে পূজা  ।


রনক্ষেত্রে ভৈরবী আমি অসুরনাশিনী ,
পিতৃগৃহে আদরিনী ,মাতৃ সোহাগিনী  ।


আমি শ্রদ্ধা , আমি ক্ষমা ,আমি অতি সাধারন ,
আমি সৃষ্টি ,আমি মুক্তি ,সময় আসিলে করি দুষ্টের দমন ।


এক হাতে অমৃত বারি ,অন্য হাতে বিষ ধরি  ,
দুষ্কৃতি নিধন হেতু দশভূজা হতেও পারি ।


আমি জননী ,ভগিনী ,আমি জায়া ,কন্যা ,এক নারী ,
দুষ্টের বিনাশ কালে রনরঙ্গিনী চামুন্ডা হতেও পারি ।


আমি  দেবী ,আমি মানবী , আমি এক নারী  ,
ধৈর্যের বাঁধ ভাঙলে দূর্গা হতেও পারি ।


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


রাত্রি - ৯:00 টা ।
০২ /০১ /২০২০ বৃহস্পতিবার  ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।