অসময়ে বৃষ্টি
যেন অনাসৃষ্টি ,
ভেসে গেল কৃষ্টি
যেদিকে যায় দৃষ্টি ।


দেশ ভাসে ,বাড়ী ভাসে
ভাসে পেটের মাড়ি ,
গৃহপালিত পশু ভাসে
ভাসে বসতবাড়ী  ।


মাঠের শস্য ভাসে
ভাসে পুকুরের মাছ ,
মরাই খামার ভাসে
ডুবে ঘরের ছাদ ।


চাল ভাসে চুলো ভাসে
ভাসে গোয়াল ঘর ,
গোয়ালের গরু ভাসে
ভাসে রান্না ঘর ।


ঝড়েতে ছাউনি উড়ে
খাদ্য শস্য দানা ,
ক্ষিদের জ্বালায় কাঁদে
দুধের শিশু ছানা ।


ঘর ডোবে কূপ ডোবে
ডোবে পুকুর জমি ,
নেই কোথাও পানীয় জল
ডোবে বাস্তু ভূমি  ।


কোথায় খাবার পাবে
কোথা পানীয় জল ,
এই ভেবে দিশাহারা
'ইয়াস' কবলিত সকল ।


গৃহের দেওয়াল ডুবে
নেই চাল ডাল ,
পুকুরের মাছ ভাসে
খিদায় কাঁদে ছাওয়াল ।


সরকারি সাহায্য যাবে
বেহাল রাস্তা ঘাট ,
ত্রাণকার্যে চলে ট্রাস্ক
শুনে যথা তৎক্ষনাৎ  ।


************
বিকাল -  ৩ :০৫ মিনিট ।
০১ /০৬ /২১ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।