হে নারায়ণ ,পতিত পাবন ,
       বাজাও ,বাজাও তোমার পাঞ্চজন্য  !
জাগাও ,জাগাও অচেতন সবে ,
                       জগৎ হোক বরন্য !
পাপ - পঙ্কিল ,ভারাক্রান্ত ,
                  টলমল মেদিনী !
অর্থই অনর্থ হয় ,
               করে হানাহানি !
মনুষ্যত্ব হেরে যায় ,
              পশুত্বের কাছে !
কেবা মানুষ ,কেবা পশু ,
               হেরে যায় পশুত্বের মাঝে !
শিশু পাচার ,নারী পাচার ,
               চোরা কারবার  ,কতকিছুই হয় !
পৃথিবীর মাটি যেন ,
                 ক্রমে ,ক্রমে হয় অবক্ষয় !
স্ব-ইচ্ছায় জননী দেয় ---
                  তার শিশু বিসর্জ্জন !
কিংবা নিজ স্বার্থ লাগি ,
                 শিশুকে বিক্রয় করে ,লইয়া কাঞ্চন !
পন্য দ্রব্য হয় শিশু ,
                গর্ভধারিনী গোচর  !
আত্মজ বেচিয়া জননী ,
                  ভরায় উদর  !
এ হেন পাপ ,বসুন্ধরা ,
                সহিতে  না পারে ধরা !
এসো প্রভু এসো ত্বরা ,
                 পাতকী ত্বরাও ত্বরা  !
অত্যাচারে ,অনাচারে ,
                ভরে গেছে দেশ  !
এই  দ্বেষ নিঃশেষ কর ,
                 কর শান্তির উন্মেষ !
বন্ধ কর ধংস লীলা ,
                 সৃষ্টি কর ,সৃষ্টি খেলা !
জাগাও মানবিকত্ব প্রভু ,
                  মনেতে দাও ধর্মের দোলা !
দাওপ্রভু ধর্মে মতি ,
                 দাও সবার সুমতি !
জাগাও  মাতৃস্নেহ ,ভাতৃত্বের বন্ধন ,
                   জাগাও ,জাগাও প্রভু , নবজাগরন !


                   **********
সন্ধ্যা -৭:০০ টা ,কলকাতা
২০/০৫/২০১৭ সোমবার