জন্মিলি তুই ধরাধামে মাতা -পিতার দয়ায় ,
বড় হ'লি মানুষ হ'লি তাদের স্নেহ মমতায় ।
কিইবা ছিলো তোর পরিচয় কোথা ছিলো ধাম ,
তাদের পরিচয়ে পরিচয় তোর অপরের দেওয়া নাম ,
ভাষা শিখলি মায়ের মুখে হাঁটা শিখলি হাত ধরে ,
নিজের বলতে তোর নেইরে কিছুই সবই ধার করে ।
লেখা পড়া শিক্ষা দীক্ষা সেও গুরুর শিক্ষা ,
রুজি রোজগার যাহাই করনা সেও সবার ভীক্ষা ।
খাবার দাবার সেবা যত্ন তাও করে  দেয় অন্যে ,
হেথা হোথা যথায় যাবি তাও  চড়ে যানবাহনে ।
চলাফেরা আদব-কায়দা সেওতো পরের কাছে ধার ,
নিজের বলতে কি আছে তোর বলতে পারিস আর  ?
নিজের বলতে নেই তোর কিছুই সবই পরের দয়ায় ,
দেহ অন্তে পরের কাঁধে যাবি শ্মশানে চড়ে চতুর্দোলায় ।
আমার আমার করিস শুধু অন্যের দেওয়া তোর নাম ,
নিজের বলতে কি আছে তোর কিইবা তোর দাম ।


  *************************
দুপুর -  ২ :৪২ মিনিট।
২৫ / ১১ /২০২০ মঙ্গলবার।
কেরানিটোলা = মেদিনীপুর।