সবুজে সবুজে ঢাকা পরনে সবুজ শাড়ী ,
নানান রঙে পুষ্পে পর্নে সেজেছো বাহারী ।


গেরুয়া আঁচলে ঢাকা তোমার বক্ষ আবরণী ,
নীলাকাশে এলিয়ে কেশরাশি মেঘ বরণী  ।


ফলে ফুলে লতায় গুল্মে ছোপালে যে শাড়ী ,
কর্নে দোলে ঝুমকো লতা কন্ঠে সাতনরী ।


খোপাতে ঘোমটা তোমার আকাশী রঙ ওড়না ,
সোহাগের খাল বুকে তুমি অসামান্যা অনন্যা ।


পাখ পাখালীর কূজনে কাকলিতে তোমার ভরেছে বনানী ,
তোমার ছায়ায় গুল্মে বিচরণ করে যত বন্য প্রাণী ও হরিণী ।


মলয় বাতাস বয় বৃক্ষে শাখে ডালে দোলা খায় বনরানী ,
কি যেন আদর ভরে বুকেতে জড়ায়ে ধরে তারে  ধরনী ।


পুষ্পে পর্নে লতা গুল্মে বাঁধিয়েছো তোমার বেনুনী ,
শুকনো পাতার নুপূর পায়ে পায়ে ফের সারা অরন্যানী ।


বিহগ বিহগী কত উড়ে এসে  বসে তব বৃক্ষশাখে ,
ডাল পাতা মেলি বুকেতে  জড়ায়ে ধর তাদের আদরে  সোহাগে ।


আকাশে তুলিয়া মাথা কত কথা কও কানে কানে ,
আনন্দে থাকোগো তুমি কত বন্যপ্রাণী ঘুরে বনে বনে ।


কৈশরের কিশলয় পর্ণে পরিনত হয় নুতন সবুজেতে সাজি ,
মনের শিহরনে আনন্দে হয় মগন বৃক্ষে পত্রে  রত্ন রাজি ।


          ********************
দুপুর - ১২ : ৫০  মিনিট ।
১১ / ১০ / ২৩ বুধবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।