ভালোবাসার বিনিময়ে পাবে ভালোবাসা ,
নইলে ঘৃনাই হবে জীবনের প্রত্যাশা  ।
চালাকিতে মহৎ কার্য্য কখনো না হয়
মহৎ যারা হয় তাদের মহৎ হৃদয় ।
শঠতা প্রবঞ্চনা করে ঠকায় অন্যেরে ,
স্বার্থসিদ্ধি করে যখন হাতে পায়ে ধরে ।
হেন কর্ম নেই যা' তারা করিতে না পারে ,
লজ্জা ,শরম ,মান-সম্মানের ধার না ধারে ।
ওষ্ঠাগ্রে শঠবাক্য লোভে লকলক জিহ্বা  ,
জ্ঞান বুদ্ধি সবই আছে  শয়তান বেহায়া ।
হেন প্রাণী ত্রি-জগতে জুড়ি  মেলা ভার ,
পামর ধুরন্ধর যত  যেন কত ধীর উদার ।
দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে না জানে ,
অধম নরাধম যারা আছে এই ভূবনে ।
মনুষ্য সমাজে যত আছে পাজির পা ঝাড়া ,
ধরাধামে নরাধম এইরূপই হয়  তারা  ।
মানুষের আকার  কিন্তু বিবেক  মনুষ্যত্বহীন  ,
স্বার্থপর  হীনমন্য নির্লজ্জ একটি অর্বাচিন  ।


       *****************
দুপুর - ২:৪২ মিনিট।
১১ /০৫ /২১ মঙ্গলবার।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর।