ধন্য আশা কূহকিনী ,তোমার ছলনায় ,
ভুলালে  মনুষ্য মন ,ভুলালে ত্রিভূবন !
অসার সংসার চক্র ঘুরিত না হায়  ,
মায়া বলে তুমি চক্র না ঘুরাতে যদি !
চলে না চরণ , শীর্ণ কলেবর  ,
অহোরাত্র অভাগার বহিতেছে  অশ্রুনীর !
কি মন্ত্র কহিলে তুমি অভাগার কানে ,
আবার চলিল অভাগা ,ভীক্ষার সন্ধানে !
অাশার ছলনে ভুলি কি ফল লভিলি ,তাই ভাবি মনে ,
জীবন প্রবাহ বহে কালসিন্ধু পানে ,ফিরাব  কেমনে !                                                           জীর্ণ বাস শীর্ণ দেহ ,অবসন্ন প্রায় ,
চলেনা চরণ ,তবুও চলিল অভাগা ,ভীক্ষার আশায় !


            *********
বিকেল - ৩:১২ মিঃ ,ডেবরা ,
১৩ /০৯ /২০১৭ ,বুধবার !