এলো যে বরষা সহসা মনে হয় ,
রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গেয়ে যায় ।
আষাঢ়েতে  ক্ষেত ,বিল জল থৈ থৈ ,
ভেকদল আনন্দে জলে ভিজে করে হৈ চৈ ।
চ্যাং , ল্যাঠা  ,জল পেয়ে করে লাফা লাফি ,
জলে ভিজে ছেলেরা সবে করে দাপাদাপি ।
পানকৌড়ী   থেকে থেকে দেয় জলে ডুব ,
হাঁসেরা শামুক তোলে কুব কুব কুব ।
আষাঢ়েতে মেঘ কালো ঘন বরষা ,
খাল বিল ভরভর প্রাণে জাগে আশা ।
ঝমঝম তালে যেন নামে বরষা ,
রুইতে  আমন ধান মনে আসে ভরসা
পথ ঘাট ,খাল বিল ,জলেতে মগন ,
চুনো পুঁটি  ভেসে উঠে,মাঠে ধান রোপন ।
মাঠ ঘাট ভিজে যেন হয় সরসা  ,
বৃক্ষে নব কিশলয় মনে হরষা  ।
আকাশেতে কালো মেঘ ভেসে ভেসে যায় ,
মন ভিজে ,প্রাণ ভিজে ,শরীর জুড়ায় ।
  
   🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


রাত্রি -৮:00টা ,
০১/০৭/২০১৭ শনিবার ।
কোলকাতা ।