নীল আকাশে ভাসিয়ে দিলে -
                  সাদা মেঘের ভেলা ,
তাইতো আমি দেখি চেয়ে -
                   সকাল সন্ধ্যা বেলা ¡


ভেলাগুলি যাচ্ছে উড়ে -
                  কোন সে সাগরে ,
যথায় তথায় ঢালচ্ছে বারি -
                   অঝোর ঝরে ¡


আকাশেতে আষাঢ় মেয়ে -
                 পরে বাহারী শাড়ী ,
সাদা ,কাল ,নীল ,রঙেতে -
                  ছোপানো শাড়ী তারি ¡


আষাঢ় মেয়ে রাগে যখন -
                   মুখটি করে ভার ,
কালো মেঘে ঢাকে সে মুখ -
                   কাঁদে অঝোর ধার ¡


সূর্য্যিমামা বলে হেসে -
                   কেঁদো না আর মেয়ে ,
সূর্য্যস্নাত হওগো তুমি -
                  রৌদ্রে ওঠো নেয়ে ¡


কালো মেঘ সরিয়ে মুখের -
                   মোছ অশ্রু ধার ,
হাসো তুমি হাসো এবার -
                 ওগো মেয়ে আষাঢ় ¡


               ********
সকাল -১০:২৫ মিনিট ,
১৩/০৭/২০১৮ শুক্রবার
          ডেবরা ¡