মনে বড় আশা ছিল
          এই বুঝি ঝড় বৃষ্টি এলো ,
সবাইকে বোকা বানিয়ে দিলো
                সবাই আশাহত হয়ে গেলো !
এই বুঝি এলো ঝড় জল
                 প্রত্যাশায় বসে সকল ,
না এলো আদৌ ঝড় জল
                 গরমে হাঁসফাঁস সকল !
হাহুতাশ করে সব
                একই দেখি গরমের তান্ডব ,
রাস্তায় নেই জনরব
                 নেই কোন কলরব !
ধু ধু করে পথ ঘাট
             জনশূন্য বাজার পাট ,
বাহিরেতে লু বয়
              ঘরে অগ্নুৎপাত হয় !
মনে শুধু এই হয়
             আসবে ঝড় বৃষ্টি বোধহয় !
মনেতে আশার  সঞ্চার
             আকাশে নেই মেঘের সঞ্চার ,
গরমে সবাই জেরবার
             ঘেমে নায়ে  একাকার !


           ***************
রাত্রি - ১০ : ০০ টা !
১২ / ০৫ / ২৩  শুক্রবার !
কোলকাতা !