দেখতে দেখতে চল্লিশ বছর হয়ে গেলো পার ,
কত বড় সোনামণি হয়ে গেলো আমার ।


যখন থেকে সোনামণি এলো আমার কোলে ,
ঘরময় ঘুরে  বেড়ায় "মা মা " বুলি বলে ।


সোনার আমার মুখের হাসি চাঁদের মুখে ধরে ,
মুখের হাসি দন্ত চিকণ মুক্তো হয়ে ঝরে  ।


ওরে জীবন আমার জুড়িয়ে গেলো তোরে কোলে পেয়ে ,
তুই যে আমার বুকের মাণিক চোখের মণি ছেয়ে ।


তোর হাসিতে মুক্তো ঝরে  ভূবন করে আলো ,
বুক যে আমার ভরিয়ে দিলি ঘুচিয়ে দিলি কালো ।


আমার সোনা কত বড় হয়েছে তাই ভাবি মনে  মনে ,
দুষ্টু সোনা আজ লক্ষ্মী হয়ে আজ শিখায় কত জনে ।


দেশ বিদেশে ঘুরে বেড়ায়  করে সবাই মান্য  ,
এই কথাটি ভেবে আমার জীবন হলো  ধন্য ।


কত সুনাম দেশ বিদেশে হবে তোর আবার ,
আশীর্বাদের হাতটি মাথায় দিলাম যে আমার ।


আবার তুই  হবিরে বড় করবি দিগ্বীজয় ,
শ্রীঠাকুরের  আশীষ তোরে  দানবে বরাভয় ।


    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
রাত্রি - ৯ : ৪০ মিনিট ।
১৬ /১২ /২২ শুক্রবার ।
রবীন্দ্রনগর =মেদিনীপুর ।