অতীত তো ছিলো ভালো ,
সবাই তো আপন ছিলো ।
যৌথ পরিবার ছিলো ,
সবার ভালোবাসা ছিলো ।
দ্বেষ হিংসা নাই ছিলো ,
একত্রে বসবাস ছিলো ।
কেউ না অপর ছিলো ,
সবাই আপনজন ছিলো ।
পুকুর ভরা মাছ ছিলো ,
গোয়াল ভরা গরু ছিলো ।
গোলাভরা ধান ছিলো ,
গাছভরা ফুল ফল ছিলো ।
মাঠভরা ফসল ছিলো ,
চড়ুইভাতির আনন্দ ছিলো ।
ডাঙগুলি খেলা ছিলো ,
হ্যারিক্যানের আলো ছিলো ।
হা-ডু-ডু খেলা ছিলো ,
বৌ-বসন্ত খেলা ছিলো ।
কুমীরডাঙা খেলা ছিলো ,
ঠাকুরমার মুখে রূপ কথা ছিলো ।
মা'র মুখের বকা ছিলো ,
বাবার হাতের পিটুনি ছিলো ।
ভাই বোনের খুনসুটি ছিলো ,
মেলা দেখার আনন্দ ছিলো ।
অতীত আজ স্মৃতি হলো ,
আনন্দ সব কোথা গেলো ।
অতীত তো অতীত হলো ,
আর কি ফিরে আসবে বলো !


******************