অতীত অতীত হয়েই হিয়ায় জেগে রয় ,
শৈশবের স্মৃতিগুলো হৃদয় আঙ্গিনায় ।
চলে গেছে সেই দিন ফিরে না আসবে হায় ,
মনের মাঝারে স্মৃতি স্মৃতিপটে ভাসে তায়।


সহজ সরল জীবন মনে পড়ে ক্ষনে ক্ষণ ,
কখনো না পাবো ফিরে সেই শৈশব জীবন ।
সবুজ মাঠে ছুটাছুটি নদীর জলে সাঁতার কাটি ,
কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে বাগানে ছুটি ।


ষুঁথি বগলে ধরে বন্ধুরা একসাথে মিলে ,
একসাথে দল বেঁধে চলি সবাই পাঠশালে ।
পাঠশালা ছুটি হলে বন্ধুরা একসাথে মিলে ,
যে যার বাড়ী ফিরি পড়া শেষে বিকেলে ।


অতীত শৈশব এসে মনের মাঝে দেয় উঁকি ,
মনে পড়ে স্কুল পালিয়ে লেখাপড়া দিয়ে ফাঁকি ।
মনে পড়ে বিলে মাছ ধরে পুকুরেতে জাল ফেলা ,
নদীতে সাঁতার কেটে দিয়ে ডুব কুমীর কুমীর খেলা ।


ছুটির দিনে মাঠে গিয়ে ফুটবল হা ডু ডু খেলা  ,
খেলা শেষে বাড়ী এসে পড়তে বসি সন্ধ্যাবেলা ।
পড়া হলে খাওয়া শেষে শুয়ে পড়ি বিছানায় গিয়ে ,
সকালে মায়ের ডাক ওঠ স্কুলেযাবে নাও তৈরী হয়ে ।


           ********************
বেলা - 11 : 53 মিনিট ।
10 / 12 / 23 রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।