মানুষ এখন বাস করে এই বনমানুষের দেশে ,
আগের মানুষ হারিয়ে গেছে বিবর্তনে এসে ।


মনুষ্যত্ব উবে গেছে মানবিকতায় ঘুন ধরেছে ,
কর্তব্যে জঙ ধরেছে বিবেচনা  থুবড়ে পড়েছে  ।


গুরুজনে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা গেঁয়ো পুরাতন ,
ড্যাডি মাম্মি মাইডিয়ার আধুনিক সংকলন ।


আপনজন পর হয়েছে আত্মীয়তা হারিয়ে গেছে ,
রক্তের সম্পর্ক মিথ্যা হয়ে অপরিচিতের রূপ ধরেছে ।


নিজের সুখ স্বার্থ লাগি মানুষ মানুষকে করে গুম ,
গুরু লঘু এক হয়েছে ভাই ভাইকে করে খুন ।


স্বীয় স্বার্থ কায়েম লাগি  ভাই ভাইকে  খুন করে  ,
জন্মদাতৃ নিজ সুখ স্বার্থ তরে পেটের সন্তান বিক্রি করে ।


ফ্ল্যাট বাড়ীতে হয়না স্থান বৃদ্ধা মায়ের থাকার মতো ,
বৃদ্ধাবাসে  পাঠায়  মাকে উপযুক্ত যোগ্য ছেলে যত ।


ভাই ভাই ঠাঁই ঠাঁই  স্বাবলম্বী  সংসারি হয়  যখন ,
থাকতো সবাই এক সাথেতে  শৈশবে  সারাক্ষন ।


ভাইকে দেখে ভাই চেনেনা দেশের হাল একি হলো হায় ,
অত্যাধুনিকতায় মানুষ এখন বদলে গেলো যুগের হাওয়ায় ।


জিনস্  চুড়িদার পরছে এখন  ছেড়ে ধুতি শাড়ি ,
ফাস্টফুড খেয়ে মানুষের হয়েছে হ্যাবি ওয়েট ভুঁড়ি ।


   ××××××××××××××××××××××××××××××××
দুপুর - ১২ : ৫০ মিনিট ।
১৪ / ০৬ / ২২ বুধবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।