আয়রে বসন্ত তোর রঙীন দু'টি ডানা মেলে ,
প্রজাপতি মন যায় যে উড়ে তোর পানেতে ডানা তুলে ।
বনে বনে ফুল ফুটেছে ,বসন্ত যে এসে গেছে ,
আমমুকুলে ,নিমফুলেতে ,সৌরভ তার ছড়িয়ে দে'ছে ।
প্রেমিক প্রেমিকা দোঁহে , বেঁধেছে দোঁহে বাহুডোরে ,
গলে দোলে রত্নহার ,কর্ণে কুন্ডল ,রজতমুকুট শিরোপরে ।
মণিহার গলে বালার, হাতে বাউঠি ,কঙ্কন ,বাজুবন্ধ বাহুতে ,
গলে চিক্ ,কানে ঝুমকোর দুল ,কপোলে টিকুলি ,মুকুটমণি শিরেতে ।
চাঁচর চিকুর কেশে ,শিখিপাখা শোভে তাতে ,
পিতাম্বর পরনে কালার ,বনমালা গলেতে ।
পিঠে দোলে বিনোদ বেনী ,মনে হয়  যেন ফণী ,
পরনে নীলাম্বরী শাড়ী , জলকে যায়
বিনোদিনী ।


বসন্তের মধুমাসে ,রঙীন রঙে মন ভাসে  ,
গুঞ্জরীয়া ভ্রমর আসে ,হাসনুহানার সুবাসে ।
মন রাঙে ,হৃদয় রাঙে ,ফাগুনের রাঙা ফাগে ,
মনের দুয়ারে মনময়ূরী  পেখম তুলে ছন্দে রাগে ।


          ************
সকাল - ৮:২০ মিনিট ,
২৩ / ০২ /২০১৯শনিবার ।
কেরাণীটোলা = মেদিনিপুর ।