বাবুগো আমায় দুটি খেতে দেবে  ?
দাওনা বাবু - কাল থেকে কিছু খাইনি ,
আমার মা জ্বরে পড়ে আছে ,কাজে যেতে পারেনি ।
আমায় একটা কাজ দাওনা বাবু -
তোমার বাড়ীতে তো অনেক কাজের লোক আছে ,
আমায় একটা কাজ দাওনা বাবু ।
যা বলবে তাই করবো,শুধু তিন বেলা খেতে দিবে ,
আমার মা বড় দুর্বল ,কাল থেকে মাও কিছু খায়নি ।
ঘরে কিছু খাবার নেই ,মা কাজে যেতে পারেনি ।


বাবু তার মুখের দিকে না তাকিয়েই বললে -
যা যা -পুচকে ছোঁড়া ,তুই কি কাজ করবি ।
তোর বাপ নেই ?

নাগো বাবু -আমি জন্মাবার পরই
বাপে -মাকে আর আমাকে ফেলে পাইলেছে ।
মা তখন থেকেই বাড়ি বাড়ি কাজ করে -
আমায় বড় করেছে নিজে না খেয়ে
আমায় খাইয়েছে ,প্রায় দিনেই দেখেছি
মা না খেয়ে একগ্লাস জল খেয়ে শুয়ে পড়েছে
ক্ষিদে নেই বলে ।
বাবুগো দাওনা একটা কাজ ,আমার খাবার থেকেই
মাকে দেব ,আলাদা করে কিছু দিতে হবে না ।


বাবু বললে তুই কি কাজ করবি ?


বাসন মাজা ,ঝাড়ু দেওয়া ,কাপড় কাচা ,
জুতো পরিস্কার করা ,যা বলবে আমি সব পারি ।
যদি ঘরে থাকেতো পুরানো জামা প্যান্ট একটা দিবে বাবু ।


হায়রে দুর্ভাগা দেশ - হায়রে নারী ,
পুরুষের ভোগের বস্তু তুমি এখনো কামিনী ।
আর ঐ অভাগা সন্তান - যাকে জন্ম দিয়ে
বাপ ছেড়ে পালিয়ে যায় ,স্ত্রীর প্রতি কর্তব্য করে না ,
তারা আবার পুরুষত্বের বড়াই দেখায় ।
আর মূর্খ নারী পুরুষের প্রলোভনে ভুলে গিয়ে ,
বিশ্বাস করে নিজেকে সঁপে দেয় তার কাছে অক্লেশে ?


আর ঐ দুগ্ধপষ্য শিশুকে মায়ের আর নিজের
পেটের দায়ে কাজ খুঁজতে হয় দরজায় দরজায় ।
দোষ কার ঐ শিশুটির ?


       *******************
বিকাল - ৫:০৫মিনিট ।
২৮ / ০৮ /২০১৯ বুধবার ।
কেরাণিটোলা  = মেদিনীপুর ।