বর্ষা শেষে বৃষ্টি নামে ঝরঝর ঝরঝর ,
খানা খুল্যা নদী নালা জলেতে ভর ভর ।
খাল বিল নদী ঝিল জলেতে থৈ থৈ ,
চুনো পুঁটি চিংড়ি চিতল সাঁতরে চলে ঐ ।
খালে ঝিলে যাচ্ছে জেলে কাঁধে তাদের জাল ,
জাল ফেলে ধরবে তারা চিংড়ি চিতল বোয়াল ।
বুনো হাঁস হেলে দুলে হাঁটছে জলে শামুক খাবে বলে ,
মরাল পাছে মরালী চলে সাঁতার কাটার ছলে  ।
শামুক তোলে মেছোনি সব কোমর জলে ডুবে ,
পশলা কেটে  বৃষ্টি নামে  ভিজছে বসে সবে ।
শ্রাবণ শেষে কাল মেঘে ছাইছে যখন তখন ,
এক্ষুনি নামে ঝমঝমিয়ে এক্ষুনি রোদের গরম ।
কাল মেঘ আকাশ পানে করছে আসা যাওয়া ,
পবন বাতাস শনশনিয়ে করছে পিছে ধাওয়া ।
যখন যেমন যখন তখন ঝিরঝিরিয়ে ঝরে ,
পবন বাতাস বৃক্ষ শাখে ঝড়ের বেগে নড়ে ।
দমকা হাওয়া বইছে যেন সৃষ্টি ছাড়া ঝড় ,
ঝড়ের দাপে জলের ঝাঁটে ভিজছে দাওয়া ঘর ।
প্রকৃতি বালার একি খেলা নেই যে খেলার শেষ ,
গোমড়া মুখে কাঁদছে কখন কখনো হাসির রেশ ।


            ****************
দুপুর -২:০৫ মিনিট ।
১৪ / ০৮ /২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।