মাঘী শুক্লা পঞ্চমী তিথি ,তোমার বন্দনা ,
প্রতি ঘরে ,বিদ্যালয়ে ,তোমার বন্দনা !
জ্ঞানদাত্রী দেবী মাগো ,তুমি জ্ঞানদায়িনী ,
সবে পূজে তোমায় মাগো ,দেবী বীণাপানি !
শ্বেতবসনা তুমি হংসবাহিনী ,
শ্বেত বীণাধরা করে (হাত) ,তুমি বিদ্যাদায়িনী !
তুমি মাগো করদ দয়া কবি কালিদাসে ,
তবে আমার বেলায় কেন এতো কৃপণতা আসে ?
তুমি মাগো বেদবাদিনী ,বরপ্রদায়িনী ,
তুমি মাগো কর দয়া ,কুন্দবিহারিনী !
জাগো মাগো হৃদি পদ্মাসনে ,শ্বেতবরনী বীণাপানি ,
শ্বেতশতদল ছাড়ি দিয়া মাগো ,
                       মনোমন্দিথ জাগো ওমা জাগো -
শ্বেতচন্দনে ,শ্বেতকুসুমে ,পূজিব ও রাঙা চরণ দু'খানি !


                          ********
রাত্রি-১০:৩০মিনিট
২৫ /০১ /২০১৮ ,মঙ্গলবার
        কলকাতা !