ভক্তের ঐকান্তিক আহ্বান ,
ভগবান সেথায় যান ¡
ভক্তি ভরে ডাকলে তাঁরে ,
না এসে কি থাকতে পারে(ন) ¡
যদি ডাক প্রাণ ভরে ,
তিনি নিজে আসেন তার দ্বারে ¡


হরি ভক্ত প্রহ্লাদে বধিবার তরে ,
হিরণ্য কশিপু পাঠালেন জহ্লাদেরে ¡
প্রহ্লাদ দিল পরীক্ষা ভক্তির ,
তার কাছে হার মানে জহ্লাদ শক্তির ¡


রাজপ্রাসাদের থাম ভাঙ্গেন পিতা ,
বলেন,দেখা তোর হরি কোথা ?
হোথায়ই আছেন মোর হরি ,
দেখা দাও একবার হে মুরারী  ¡


যেই না লাথি মেরে ,ভাঙ্গেন থাম তারি ,
বেরিয়ে আসেন নৃ-সিংহ মুরারী ¡
হিরণ্যকে জানু পরে  রেখে তাঁরি ,
বধিলেন,বলেন -আমি প্রহ্লাদের হরি ¡


          **********
সন্ধ্যা-৬:২৫ মিনিট ,
০৭/০৭/২০১৮ শনিবার ,
         ডেবরা ¡