আয়না সখী আয়না দুটো মনের কথা কই ,
ছোট্টবেলার বন্ধু মোরা বকুল ফুল সই  ।
সেই সে তখন ছোট বেলায় বকুল গাছের তলে ,
বকুল ফুল সই পাতালাম আমরা দুজনে মিলে ।
আয়না সই বলনা কথা  কেনরে তোর নীরবতা ,
চুপটি করে থাকিসনেরে ,বলনা তোরে কে দিল ব্যাথা ?
কে দিয়েছে ব্যাথা তোরে কে কয়েছে কি ,
বলনারে সই মনের কথা আমায় একবারটি ।
কোমল বুকে কে করেছে দুঃখের করাঘাত ,
কে হেনেছে হৃদয় মাঝে নির্মম আঘাত ?
বকুল ফুল সইরে তুই আমার কথা শোন ,
বলনা তোর দুখের কথা হালকা হবে মন ।
অহংকারের বুদবুদেতে মজেছে যাদের মন ,
অহংকারে মদন্মোত্ত ,চেনেনা মানুষ ধন ।
মানুষকে ছোট দেখে ,অহংকারের আবেগে ,
জানেনা সে নিজেই ছোট হয় যে সবার আগে ।
কোন গুন নেই যার থাকে দর্প ভরে ,
ভালোবাসে না  কেউ ,ঘৃনার চোখে দেখে তারে ।


               *************
বেলা --৯:৫৪ মিনিট ,
১২ /০৩/২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।