বৃন্দাবনের গোপবালা বাঁশী শুনে হয় উতলা ,
ব্রজে চলে ব্রজবালা ব্রজেশ্বর যে গলার মালা ।


বংশী বাজায় রাখালরাজা গোঠের  গোচারনে ,
মুখ উঁচিয়ে বাঁশরী শুনে গোধনীরা আনমনে ।


মধুর মধুর বংশী  বাজায় নন্দের নন্দন ,
ধবলী শ্যামলী সুরভী গাভী শুনে দিয়া মন ।


গোপাল গোবিন্দ গিরিধারী গদাধর হরি ,
মা যশোদার নয়নমণি হরি মুকুন্দ মুরারী ।


ধর্ম রক্ষা হেতু প্রভু  কর তুমি দুষ্টের দমন ,
মথুরায় কংস নিধন কর লঙ্কায় রাবন ।


বসুদেব পিতা মাতা দৈবকী বন্দী কংস কারাগারে ,
তথায় জন্ম নিলে তুমি হরি দৈবকী র উদরে ।


কৃষ্ণপক্ষের শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে ,
যমুনা পার হয়ে তোমায় পিতা রাখে গোকুল পুরিতে ।


নন্দের আলয়ে কৃষ্ণ মা যশোদার কোলে ,
ধীরে ধীরে বাড়ে কৃষ্ণ আনন্দে হেসে খেলে ।


জয় জয় গোপাল গোবিন্দ  বনমালী হরি ,
শ্রীরাধিকার প্রাণ গোবিন্দ মুকুন্দ মুরারী  ।


   ××××××××××××××××××××××××
বিকেল - ৩ : ৫০ মিনিট ।
১০ / ০৪  / ২৩ সোমবার ।
কোলকাতা ।