বন্ধু হয়ে এলে তুমি বন্ধু হয়েই থেকো ,
বন্ধু তুমি "বন্ধু" নামের মর্য্যাদাটা রেখো ।
সাক্ষাতেতে পাইনি তোমায় কবিতায় পেয়েছি ,
অনুভবে বন্ধু তোমায় আমি ভালোবেসেছি ।


কোন সুদুরে থাকো বন্ধু কোন অজানা দেশে ,
মনের মাঝে দেখি তোমায় শুধু ভালোবেসে ।
রয়েছো তুমি দূর দেশে ভালোবেসে কাছে এসে ,
দূর হয়েও নয় যেন দূর তুমি বন্ধু থাকো পাশে ।


দূর থেকে পরিচয় বন্ধু দেখিনি তোমায় চোখে ,
কবিতায় কবিতায় হলো পরিচয় কবিতা লেখে ।
বন্ধুত্বের পরিচয় হয় কি কবিতায় কবিতার থেকে ,
তাই কবিতায় হলো পরিচয় ভিন দেশ দেখে ।


বন্ধুত্ব হয় জানি মনের মিল হলে কথায় কথায় ,
কিংবা হঠাৎ পথের দেখা কিংবা কবিতা লেখায় ।
অথবা মনের মিলন যেথায় কবিতায় কবিতায় ।
হঠাৎ তুমি এলে বন্ধু মন্তব্যে কবিতার পাতায় ।


জানিনা কিভাবে কি করে তুমি বন্ধু হয়ে গেলে ,
ভেবে ভেবে না পাই হদিস কোন ক্ষনে তুমি এলে ।
এসো বন্ধু থাকো পাশে দূরে থেকেও কাছে মিলে ,
বন্ধুত্ব হয়রে ভাই মনের মতের মিল হলে।


বন্ধু মানে নাড়ীর বন্ধন নয় হৃদয়ের স্পন্দন ,
আন্তরিকতা ভালোবাসায় আসে হৃদয়ের চেতন ।
বন্ধুত্বর ভালোবাসায় যদি হয় মনের ছন্দ  পতন ,
তবে সেথায় থাকেনাক বন্ধুত্বের হৃদয়ের আলিঙ্গন ।


         ***************
(বন্ধু কবি সুপ্রিয়া চৌধুরি কে উৎস্বর্গ করলাম )


সকাল - ৯ : ৫৫ মিনিট !
০১ / ১০ / ২৩ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !