রক্তের বন্ধন কভু ছিন্ন নাহি হয় ,
স্নহ ,মমতার বন্ধন অবিছিন্ন রয় ।
স্নেহের বন্ধন অতি নিগুঢ় বন্ধন ,
মাতা পিতার ভালবাসা স্বর্গসুখ যেমন ।
ভ্রাতা-ভগিনীর বন্ধন শুধু আত্মার টানে ,
প্রেয়সীর বন্ধন শুধু দেনা পাওনা মানে ।
সন্তান ফিরিলে ঘরে মা দেখে ছেলে ,
ঘরে ফিরিলে স্ত্রী বলে ,কি নিয়ে এলে ?
স্বচ্ছলতা না থাকিলে প্রেয়সী যায় চলে,
আবার আসিব ফিরে রোজগার বাড়িলে ।
মায়ার বন্ধনে বাঁধা বিশ্ব চরাচর ,
জগৎজননীকে ভালবেসে স্বামীজি ছাড়েন ঘর ।
চিন্ময়ী মায়ের বন্ধন ছেঁড়া নাহি যায় ,
সন্ন্যাসী হয়েও স্বামীজি মাতৃদর্শনে যায় ।
মোহের বন্ধনে পড়ে গনিকা বাড়ী যায় ,
এহেন বন্ধনে যারা ,অধঃপতন হয় ।
পবিত্র বন্ধন কভু ছিন্ন নাহি হয় ,
যুগ যুগএই বন্ধন অমর ,অক্ষয় ।
সত্যিকারের ভালবাসা পবিত্র বন্ধন ,
গর্ভধারিনী ভালবাসে নাড়ী ছেঁড়া ধন ।


        ***********


বিকেল -৪:৫২ মিনিট ,
২২/০৩/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।