আমি তোমার বন্ধু হব,
শিউলী ফোটা ভোরের মত ,
ভোরের রাঙা আলোর মত !
নকসী তোলা কাঁথার মত ,
শাড়ীর ভাঁজে জরির মত !
বুকের খাঁচার পাখীর মত ,
গালের ভাঁজে টোলের মত !
বৃষ্টি ভেজা শাড়ীর মত ,
শুদ্ধ জলের স্নানের মত !
নদীর জলে ঢেউয়ের মত ,
নীল আকাশে চাঁদের মত  !
রাতের গায়ে তারার মত ,
দূপুর রোদে বটের মত !
ঘূর্ণি রোদে ছায়ার মত ,
জল পিপাসায় জলের মত !
জলের নিচে ছায়ার মত ,
পাথর বাটীর আশার মত !
ঠাকুর ঘরে সুরভীর মত ,
প্রিয়ার মুখের হাসির মত !
মায়ের বুকে মমতার মত ,
দুঃখেতে সান্ত্বনার মত !
আমি তোমার বন্ধু হব !


       *******
দূপুর-১:৪৮ মিনিট
০৫ /০২ /২০১৮ সোমবার
       ডেবরা !