পাখী রে তুই অমন করে দেখিস আমায় কি  ?
অমন করে তাকিয়ে আছিস কিছু বলবি কি ?
ভাবছিস তুই মানুষেরা সব একা বসে কেন ঘরে ,
কিইবা করে ঘরে সবাই দিন  রাত্তির ঘরের ভিতরে ?
মানুষ এখন দিন রাত্রি একা একাই থাকে ,
কারো সাথে কারো দেখা হয়না পথের আঁকে বাঁকে ।
যদিও দেখা হয় বা তখন এড়িয়ে চলে তাকে ,
রোগের ভয়ে জুজু হয়ে  ঘরেই বন্দী থাকে ।
দেখছিসতো ঘরের মধ্যে বন্দী সবাই আছে ,
রোগের ভয়ে বাইরে না যায় রোগে ধরে পাছে ।
ঘরে বন্দী মনের রোগে ভুগছে মানুষ যেমন ,
চারিদিকে উঠছে আওয়াজ সাবধান হও এখন।
দেখনা রে তুই রোগের ভয়ে চারিদিকেই ফাঁকা ,
মনের খোরাক নেইকো কারো একা একাই থাকা ।
আপদে বিপদে কেউ খোঁজ নেয়না কারো ,
জগৎটাই কি একা হলো বলতে তুমি পারো  !
দিবালোকে খাদ্যণ্বেষনে যাসরে তুই উড়ে ,
মানুষও তাই খাবার জোগাড়ে একাই  যায় বাইরে ।
কাজের মানু কাজের জন্যে বাইরে চলে একা ,
বাইরে গেলেও ভয়ে মানুষের মুখেতে মাক্স ঢাকা ।
রোগের ভয়ে কেউ কাহারে  স্পর্শ নাহি করে ,
তবুও সবাই ভুগছে রোগে অন্তরে বাহিরে ।


   *************************
দুপুর -১২ :৪০ মিনিট !
২৮ /১২ /২১ মঙ্গলবার  !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !