শত শহীদের রক্তে রাঙানো আমার মাতৃভাষা ,
কত শত ভাই বুকের রুধিরে বাঁচালো বাংলা ভাষা ।
বাংলা মোদের মাতৃভাষা মোদের মুখের বুলি ,
ঐ ভাষাতেই প্রথম কথা প্রথম মা- মা বলি।


ঐ ভাষাতেই নদের গোরা আনলো দেশে প্রেমের ধারা ,
ঐ ভাষাতেই  হরি বোলে কাঁধে নেবে চার বেহারা ।


রক্তেলেখা বাংলাভাষা শত শহীদের রক্তে ,
বুকের রুধিরে মাতৃভাষা জয়করি মোরা শক্তে।
তুমি যে আমার বাংলাভাষা ২১ শে ফেব্রুয়ারী ,
চির  সিকৃতি চির বাঞ্ছিত  আমাদের  সবারই  ।
মধুমাখা বাংলাভাষা মোদের মনের মুখের ভাষা ,
এই ভাষাতেই মা-মা বলে মধুর বোলে জাগলো আশা ।
বাংলা ভাষায় মিষ্টি কথা মনে বাড়ে ভক্তি শ্রদ্ধা  ,
এই  ভাষাতেই বলবে হরি সাঙ্গ যখন জীবন আশা ।


রফিক শফিক বরকত জব্বর  ইয়াকত  সালাম ,
বাংলা ভাষার সিকৃতিতে করলো বুকের রুধির দান ।
বাংলা ভাষা পেলো আন্তর্জাতিক বাংলা ভাষার সম্মান ,
রাষ্ট্রীয় ভাষা সিকৃতি পেল সংবিধানে কালআবহমান ।


২১ ফেব্রুয়ারী আমরা ভুলিতে নারি
বাংলার ছেলে  শহীদ হয়েছে দিয়ে রক্ত তাদেরই ।


বাংলাভাষা সোনার খনি তাতে আছে মাণিক মণি  ,
বাংলার ছেলে হয়েছে  শহীদ করে ভাষা আন্দোলনই  ।


মাতৃভাষায় প্রথম কথা ঐ ভাষাতেই বলি ,
মা -মা বলে ঐ ভাষাতেই মুখের মনের বুলি  ।


       ×××××××××××××××××××××××
রাত্রি - ৯ :৫০  মিনিট ।
০৬ /০৩ / ২৩ সোমবার।
কোলকাতা ।