বাংলা আমার মাতৃভাষা -
              বাংলা আমার প্রাণ  ,
বাংলায় কথা বলি আমি -
               বাংলায় গাই গান ।
বাংলায় হাঁটি বাংলায় ঘুরি -
              বাংলার  অন্ন খাই  ,
বাংলাতে হাসি খেলি আমি -
             বাংলাতেই কথা কই  ।
বাংলায় জন্মেছি আমি -
              বাংলা আমার মা ,
বালার বুকে ঘুরে বেড়াই -
             আনন্দে ভাসাই গা  ।
বাংলার ভূমি মাতৃ ভূমি -
           বাংলা মম স্বর্গ সমান ,
বাংলার বুকে থাকি সুখে -
           জান দিয়ে  রাখি মান  ।
বাংলা আমার সবার সেরা -
              শৈশবে বাঁচালে জীবন ,
কৈশরের কিশলয় গো মা -
                  যৌবনের উপবন  ।
ওগো আমার বাংলা মা গো -    
              সবার গরিয়সী তুই  ,
তোর ধূলাতে জন্ম আমার -
           চন্দন সম মাখি গায় ।
তোর মান বাঁচাতে প্রাণ -
            করবো আমি বলিদান ,
তোর মাটিতে জন্ম আমার -
        হয়েছি স্বাধীন পেয়েছি মান  ।


  ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤


রাত্রি -১০:৩০ মিনিট ।
০৫ /০২ /২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।