আজি শারদ দিনে শারদার আগমনে ,
আগমনী সুর ভাসে আকাশে বাতাসে গানে ।
আজি আকাশে বাতাসে বনে ভাসে সুর আগমনী ,
শারদার আগমনে আজি বুঝি মেতেছে ধরনী ।
আজ আগমনীর আগমনে ওই ,
শিউলী ছড়িয়েপড়ে বনে বনে  ছোই ।
আগমনীর সুরে  ভরেছে অবনী আজ ,
পূজার সাজেতে সেজেছে ধরনী একি সাজ ।
আয় মাগো ত্বরা আয় মা জননী ,
ধুয়ে মুছে যাক রোগ শোক গ্লানি ।
হাসুক পৃথিবী জাগুক আনন্দ ধ্বনী  ,
নিয়ে আয় সাথে বরাভয় বানী ।
আয় মাগো আয় আয় মহামায়া  ,
দূর হয়ে যাক বিসাদের ঘন ছায়া  ।
হাসুক পৃথিবী পুলকে পুর্ন হোক আবার ,
আননদ স্রোত প্লাবিত হোক আরবার ।
সবাই ডাকিছে জাগো মাগো জাগো ,
সবার মনের  শঙ্কা দূর কর মাগো ।
আনন্দময়ী তুমি আনন্দ দানোগো ,
বরাভয় দায়িনী ভয় দূর কর মাগো ।


      **************
বিকাল - 4 : 50 মিনিট ।
26 /09 /21 রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।