দিন দিন আয়ু হীন ,
হীন বল দিন দিন ।
দেহ চর্ম লোল,মলিন ,
শীর্ন দেহ ,দৃষ্টি ক্ষীন ।
দেহ অস্থি ,চর্ম সার ,
নয়নে ঘনায় আঁধার ।
চেনা মানুষ ,অচেনা হয় ,
বয়সের ভারে ,যাহা সংশয় ।
অচল দেহ প্রায় ,
অবসন্ন আসে তায় ।
মনে পড়ে কত  কথা ,
স্মৃতিতে আসেনা তা।
অতীত স্মৃতি ভেসে চলে ,
বার্দ্ধক্যের বিস্মৃতির কোলে ।
ঝাপসা স্মৃতি শুধু ,
অতীত কথা বলে ।
দুঃসহ বয়সের  ঢল ,
দগ্ধে জীবন  কেবল ।


      ********
বিকেল -৩:৩৮ মিনিট ,
০৮ /০৪/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।