বয়সের ভারে আজ ভারাক্রান্ত শরীর ,
না চলে চরণ ,দেহ ,অবসন্ন ,অস্থির ।
দিন দিন আয়ু হীন ,ক্ষীন বল দিন দিন ,
জীবন প্রদীপ নিভে আসে ,হয়েছে মলিন ।


হাত-পা নড়বড়ে ,  শরীর না নড়ে বয়সের ভারে ,
যেথা পা ফেলাতে চাই অনত্রে গিয়ে পড়ে  ।
খাবার খাইতে যাই  যখনি হাত দিয়ে ,
মুখেতে না যায় গ্রাস ঠেকে গালে গিয়ে ।


বয়সের বুঝি  ভার বিভীষিকা সম,
চলেনা চরণ ,দেহ অবসন্ন হয়ে আসে মম।
মনেবল জোর করে যতই মনেতে চাই ,
আসেনাতো মনোবল ,অবসন্ন দেহ প্রায়  ।


বার্দ্ধক্য করাল গ্রাস ,গ্রাসিয়াছে  দেহ  ,
নেই কোন মুক্তির পথ ,নাহিক সন্দেহ ।
বয়স ভারে ভারাক্রান্ত ,দুর্বিসহ জীবন ,
দোদুল্যমান জীবন দোলায় ,কখন হয় মরণ ।


আত্মীয় স্বজন  বর্গ পাশে নেই কেহ ,
সবে ভাবে এ বয়সে হয়েছে এক গ্রহ ।
অবসন্ন শরীর ,গাত্রচর্ম হইয়াছে লোল ,
পুত্র কন্যা বিরক্তিতে করে সরগোল ।


বার্দ্ধক্যে বাঁচা -মরা উভয়ই সমান ,
মরিয়াও মৃত ,আর  জীয়ন্তে মৃতের মতন ।
বার্দ্ধক্যের এই যন্ত্রণা অতি দুঃখময়  ,
কেহ রবেনা পাশে ,শুধু আছেন দয়াময় ।
স্ত্রী ,পুত্র ,স্বামী ,পরিবার ,সবে সরে রবে ,
শুধুমাত্র পরপারের কান্ডারী মোরে উদ্ধারিবে ।


        **************
রাত্রি -8:08 মিনিট ,
০৭ /১২ /২০১৮ শুক্রবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর ।