বৃষ্টি তুমি পড়ো ওগো ঝর ঝরিয়ে ,
আমার মনের সব অবসাদ দাও ধুয়িয়ে ।
তোমার ধারায় যাক ধুয়ে যাক মনের কালিমা ,
বৃষ্টি ধারায় নেমে আসুক স্বচ্ছ মনের মহিমা ।
ধরায় তোমার ধারা নামুক ঝমঝমিয়ে ,
নদী নালা পুকুর তোমার ধারায় দাও ভরিয়ে ।
ডাকুক প্লাবন  উঠুক ঊর্মি দোলা নদীর বুকে ,
খুশিতে মাঝি মল্লা ভাটিয়ালি গায় মনের সুখে ।
বৃষ্টি তুমি মুক্তাদানা ঘাসের ডগায় দাও ভরিয়ে ,
মুক্তো কণা সিন্ধু হয়ে ঝরুক নদীর বুকের 'পরে ।
বৃষ্টি তুমি ঝরে পড়ো শ্যামলা সবুজ মাঠের 'পরে ,
ফুলে ফলে ফসলে কাদা মাটি জলে উঠুক ভরে ।
স্রোতসিনী নদীর বুকে নামো তুমি প্লাবন জাগাও ,
দুরন্ত ঢেউ ধরে বুকে  সাগর পানে বয়ে যে যাও ।
চড়ুই গুলি ভিজচ্ছে নীড়ে মেঘকালো ঐ বৃষ্টির জলে ,
ভিজে ভিজে যাচ্ছে কোথাও নীড়গুলি হোথায় ফেলে ।
আকাশ পানে চেয়ে চেয়ে চাতক বারি যাচেরে ,
বৃষ্টি যখন নেমে আসে চাতক পিয়াসা মেটায় রে ।


       卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐
সকাল - ৮ : ৪২ মিনিট ।
২৫ / ০৩ / ২৩ শনিবার ।
কোলকাতা ।