যুগ যুগান্ত ধরে সাজায়েছ থরে থরে ,
বসন্তে ডালে ডালে ফুল ফল অপূর্ব শোভা করে ।
বহে নদ নদী তটিনী সাগর মহাসাগর স্রোতস্বিনী ,
কুহু কোকিলা গায় পেখম তুলে নৃত্য করে শিখীনি ।
কৃষ্ণচূড়া রঙে রাঙা রক্তে রাঙা সাজে বৃক্ষোপরি ,
কুসুমিত বনময় শাল জাঙ্গাল বনফুল  সুন্দরী ।


মধুকর গুন গুন গুঞ্জরিছে কাঞ্চন বনে ,
বনময় সুশোভিত মুকুলিত আম্র কাননে ।
বনময় মুখরিত সৌরভ ছড়ায় মাধবী মালতী ,
সুঘ্রানেতে মাতোয়ারা কেতকী বিথীকা যুথী ।
মহুয়া বনে মাতাল হাওয়া বইছে এলোমেলো ,
চাঁপার বনে খেয়া বেয়ে মৌমাছিরা এলো  ।
কৃষ্ণচূড়া রঙে রাঙে লজ্জায় রাঙে বৌ ,
ছলকে পড়ে কলকে ফুলে মধুপে ডাকে মৌ ।


লতায়ে মাধবী লতা তরু'পরে রাখে মাথা ,
একফালি বাঁকা চাঁদ হেসে হেসে কয় কথা ।
সাজায়ে যৌবন ডালা হেলে দুলে চলে বালা ,
খোঁপাটি সাজায়ে ফুলে বেনীতে জড়ায়ে মালা ।
ফাল্গুনে রাঙা রঙীন ফুলেতে শোভা শোভিল তাহার ,
সাজায়েছ বনলতা বনফুলে বসন্তে বসন্ত বাহার ?
রুমকী ঝুমকী টগরী গোলাপে সাজায়ে কবরী ,
খোঁপাটি যতনে সাজায় অপরূপা বসন্ত বাহারী ।


            ××××××××××××××××××××××
রাত্রি - ১০ : ০০ টা ।
১৫ /০১ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।