বসন্তে এসেছে ফাগুন ,
মন ফাগুয়ায় ধরেছে ঘুন ,
প্রমের আগুন জ্বলছে দ্বিগুন ।


বসন্তে রাঙিল মন ,
মনের কোনে লাগলো রঙ ,
শিমুলে পলাশে রাঙে বন ।


বসন্ত এলো প্রেমের বনে ,
ফাগুন সাথে বসন্ত দিনে ,
ভোমরা ধায় ফুলের বনে ।


প্রেমের জোয়ারে এলো বান ,
জোয়ারে ভাটার নেইকো টান ,
ভালোবাসার বইছে উজান।


মধুকর গুনগুনিয়ে গায় ,
বন উপবনে প্রেমের বারতা শুনায় ,
কৃষ্ণচূড়ার লালে হৃদয় রেঙে যায় ।


সাগর বুকে উথলে উজান ,
নদীর বুকে লাগে প্রেমের টান ,
পাখীরা মিষ্টি সুরে গাইছে গান ।


কোকিলার "কুহুকুহু" কলরব ,
মনেতে জাগায় কিযে অনুভব ,
এসেছে বুঝি ঐ বসন্ত উৎসব ।


           *********
দুপুর -  ১ : ৫১  মিনিট !
০৫ /০৩ /২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !