মাঘের শেষে ফাগুন আসে ,
               আসে বসন্ত রাঙা বেশে ।
পলাশ রাঙা বধূর সাজে ,
                শিমূল রাঙা ঠোঁটে হাসে ।


কৃষ্ণচূড়ায় সিঁদুর রঙে  ,
           কি অপরূপ সাজলো ঢঙে ।
প্রেম রাঙে ভালোবাসার  রঙে ,
             আগুন রঙে ফাগুন রাঙে ।


প্রজাপতি রঙ ছড়িয়ে ,
          ফুলে ফুলে বেড়ায় উড়ে ।
মৌমাছিরা মন জুড়িয়ে ,
              মধু পিয়ে মন  ভরিয়ে ।      


বসন্তে এসেছে ফাগুন  ,
        হৃদয়ে লাগে প্রেমের আগুন ।
লজ্জারাঙা প্রেম যে দ্বিগুন ,
          ফুলে ফুলে অলি করে গুনগুন  ।


ফাল্গুনে প্রস্ফুটিত কাঞ্চন ,
         ডালে ডালে পুঞ্জিত আম্রকানন ।
চঞ্চল মৌমাছি করে গুনগুন ,
         দক্ষিনা বাতাসে কাঁপে বেনুবন ।


ফাগুনে মধুর মিলন ,
            বসন্তে রাঙে দুটি মন ।
মধুঋতুতে রাঙে বৃন্দাবন ,
            রাঙা বসন্তে রাঙে ফুলবন ।
  
         ×××××××××××××××××××××
  বিকাল - ৩ : ৩৬ মিনিট ।
০৯ / ০২ / ২৩ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।