বসন্ত এসেছে বনে পলাশে কুসুমে ,
বসন্ত এলো ঐ কোকিলের কুহুতানে ।
গানে গানে মুখরিত ঋতুরাজ বসন্ত ,
পরিনয় প্রেমডোরে বাঁধে ফাগুনে অনন্ত ।


ফাগুনে আগুন  লাগে পলাশ কাননে ,
পিউ কাহা পিউ  কাহা পিয়ালের বনে ।
মিলন বাঁশরী বাজে হৃদে প্রেম অনুরাগে ,
হৃদয়ের মধুবনে সদা  মধুঋতু  জাগে !


ফাগুনে রাঙলো বন পলাশে কিংসুকে ,
বসন্তে কামিনী রাঙা হলো যুগে যুগে ।
বসন্তে হোলী খেলে শ্রীকৃষ্ণ  রাধিকে ,
আবীরে আবীরে রাঙায় ব্রজগোপীকে ।


বৃন্দাবনে খেলে হোলী ব্রজবালিকে ,
কৃষ্ণ সাথে খেলে হোলী শ্রীরাধিকে ।
আবীরে রাঙে মথুরায় ললিতে বিশখে ,
বসন্তের  কোকিল ডাকে শাখে শাখে ।


তমাল তলে হোলী খেলে কৃষ্ণ কানাই ,
গাগরী ভরনে যমুনার  চলে শ্যামরাই ।
আবীর রঙে রাঙা হলো যমুনার জল ,
যমুনা পুলিন ধন্য হলো যুগলে খেলে দোল ।


  ××××××××××××××××××××××××××××××
সন্ধ্যা - ৫ : ৫০ মিনিট ।
১৫ / ০৩ / ২৩ বুধবার ।
কোলকাতা ।