বসন পরে বাসনাবাবু ,বসন্তপুরে যায় ,
বসনছড়ায়  গিয়ে সেথা ,বসন্তে হারায় ।
বসন্তপুরে গিয়ে কেনে ,বাসন্তী রঙ শাড়ী ,
বাসন্তী পূজাতে যাবে বাসন্তীর বাড়ী  ।
পূজা করতে যায় বাসনা ,বসন্ত রায়ের (শিব ) ,
বাসন দোকানে বাসন কেনে বসন্তের ।
বসে বসে যাবে বাসনা ,বাসের সিটেতে,
সেইখানেতে যাবে বাসনা ,বাসন্তী গ্রামেতে ।
বসন্ত বাহার সেথা বসন্তের আগমন ,
বসন্ত ঋতুতে বসন্তের হাওয়া অতি সুনির্মল ।


        **************


বসন্তপুর > স্থান , বসন্ত >ব্যাক্তির নাম , বসন্ত>ঋতু ,বসন্ত > কাল ,
বাসন্তী > রঙ্ ,বাসন্তী > প্রতিমা , বাসন্তী >  গ্রামের নাম , বাসন্তী > নাম ,



রাত্রি - ১০:৪৮মিনিট
০৬/১২/২০১৮ বৃহস্পতিবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর ।